chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, করোনা আক্রান্তের পর মারা গেলেও তিনি কারাগারে আক্রান্ত হননি। এখানে তার যক্ষ্মাসহ অন্যান্য রোগ হওয়ায় তাকে গত ১০ এপ্রিল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তার করোনা শনাক্ত হয়েছিল। আজ তিনি মারা গেছেন।

তিনি আরও বলেন, কারাগারের সার্বিক পরিবেশ ভালো আছে। এখানে এখনও কারো করোনা শনাক্ত হয়নি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...