chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দিল্লিতে ভয়াবহ পরিস্থিতি, অক্সিজেন ও ওষুধ সংকট

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে ভারতে। রাজধানী দিল্লিতে অবস্থা বেশ খারাপ। শনিবার থেকে সেখানে এক সপ্তাহের কারফিউ জারি রয়েছে। সেখানে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জিনিউজের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, হঠাৎ করে করোনার সংক্রমণ এত তীব্র গতিতে বেড়েছে যার ফলে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির এর যোগানে।

কেজরিওয়াল জানিয়েছেন, করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে হাসপাতালের বেডে সংখ্যাও কম পড়ছে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘পরিস্থিতি অত্যন্ত দুশ্চিন্তার। ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।’

চখ

এই বিভাগের আরও খবর