chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৭১ জন ও ৩৪ জন বিভিন্ন উপজেলার রয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬ হাজার ৩৮০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৪৫ জন।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১১৯ জনের নমুনা পরীক্ষায়৩৮ জনের ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর