chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডা. শাহাদাতের রিমান্ড আবেদন না মঞ্জুর

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের পৃথক ২ মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আজ ​বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালতে দুই মামলায় ১৪ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।

তবে একই মামলায় কারাগারে থাকা মো. বেলাল উদ্দিন (২০) ও ইমাম হোসেন আবিরের (২৮) দুই দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেনের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার।

তিনি জানান, কোতোয়ালী থানার দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তারা এক মামলায় ৭ দিন করে দুই মামলায় ডা. শাহাদাত হোসেনের ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার রিমান্ড নাকচ করেছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...