chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সময় বের করবো বাড়তি ইবাদতের জন্য: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রমজানে কেমন কাটছে নুসরাত ফারিয়ার সময়?

একটি গণমাধ্যমকে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, রমজান মাস এলেই ছোটবেলার কথা বেশি বেশি মনে পড়ে তার। কতই না মধুর ছিল সেই সময়গুলো। এমনিতে রোজায় সবাই চেষ্টা করেন একটু ভিন্ন রকম খাবারের আয়োজন করতে৷

তাদের বাসাতেও ব্যতিক্রম হতো না। সেসব খাবার চেকে দেখার আনন্দটাই ছিলো দারুণ। খুব উপভোগ করতেন ফারিয়া।

ফারিয়া বলেন, তবে যত রকমের খাবারই রান্না করা হোক না কেন মা সব সময় একটি ডিম ভাজি করতেন। আমি ও আমার বোন সেহরির সময় খাবার শুরু করার আগেই ডিম ভাজি খেতাম।

‘রোজা রাখতে পারতাম আর না পারতাম সেহরি আমার খাওয়া হতোই, মিস করতাম না’- জানান নুসরাত ফারিয়া।’

তিনি বলেন, ‘এসব বিষয় এখন স্মৃতি। এখন তো রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ’র কাছে প্রার্থনা করি এবারের সবগুলো রোজা যেন রাখতে পারি। সময় বের করবো বাড়তি ইবাদতের জন্য।’

এদিকে, নুসরাত ফারিয়ার উপস্থাপনায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে প্রচার শুরু হচ্ছে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘কুইক রেসিপি’। অল্প সময়ের মধ্যে কীভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়, তাই দেখানো হবে এই অনুষ্ঠানে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...