chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে বন্ধ দোকানে ব্যবসা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাউজানে লকডাউন অমান্য করে বন্ধ দোকানের ভেতর ব্যবসা করতে গিয়ে ধরা পড়েছেন কয়েকজন ব্যবসায়ী। এসময় তাদেরকে জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাউজানে লকডাউনের দ্বিতীয় দিনে যৌথ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এ অভিযানে দেখা যায়, ফকিরহাটের চৌধুরী মার্কেটে কয়েকটি কাপড়ের দোকান অর্ধেক খুলে ব্যবসা পরিচালনা করছে। এসময় সড়ক পরিবহন আইন ও স্বাস্থ্যবিধি আইনে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথ অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এবং ফকিরহাট বাজারে।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণের নেতৃত্বে পুলিশ ও আনাসার বাহিনীর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, কঠোর অবস্থান নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মোড়ে মোড়ে চেক পোস্টও বসানো হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর