chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়: হরভজন

খেলা ডেস্ক: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দলটিতে আছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংও।

সতীর্থ সাকিবকে বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার।

সাংবাদিকদের এক প্রশ্নে হরভজন বলেন, ‘সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার দেশের হয়ে সে অনেক ভালো করেছে। আইপিএলে যে দলের হয়েই খেলেছে, সেখানেও ভালো করেছে।’

সাকিবের প্রশংসায় হরভজন আরও বলেন, ‘বাংলাদেশের এমন একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করছি, যা সত্যিই আনন্দের। সাকিবের মতো একজন দারুণ মানুষের সঙ্গে থাকা সবসময়ই উপভোগ্য।’

‘আমি আশা করছি, শুধু আইপিএলই নয়; ভবিষ্যতে নিজের দেশের হয়েও ভালো করবে এই অলরাউন্ডার।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...