chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আক্রান্ত কবি শঙ্খ ঘোষ

বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৪ এপ্রিল) তার করোনা শনাক্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, গত দুইদিন ধরে সামান্য জ্বরে ভুগছিলেন প্রবীণ এই কবি। পরে তার নমুনা পরীক্ষা করানো হয়। বুধবার বিকেলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শঙ্খ ঘোষের পরিবার জানিয়েছে, গত দুইদিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তারপরই ডাক্তারের পরামর্শে করোনার পরীক্ষা করানো হয় তার। আপাতত জ্বর নেই কবির। তবে তিনি বেশ দুর্বল। সব মিলিয়ে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বাড়িতেই চিকিৎসা চলছে তার।

কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি ১৯৩২ সালে বাংলাদেশের চাঁদপুরে জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈর্তৃক বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর