chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে বোটের ইঞ্জিন বিকল, এক যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে লকডাউন অমান্য করে কর্ণফুলী নদীতে যাত্রী নিয়ে চলাচল করা একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এসময় বোটে থাকা ১০-১৫ জন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ৪-৫ জন যাত্রী নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় একযাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা ২০ মিনিটের দিকে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান চট্টলার খবরকে বলেন, সকালে একটি যাত্রীবাহী বোট কর্ণফুলীর দক্ষিণ দিক থেকে শহরতলীর দিকে আসছিল।

এসময় নদীর মাঝখানে আসার পর ইঞ্জিন বিকল যায়। ইঞ্জিন বিকল হয়ে বোটটি একটি জাহাজের সাথে ধাক্কা লাগার আশঙ্কায় বোটে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেয়।

এসময় নৌ পুলিশ স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে। তবে স্থানীয়রা বলছেন নদীতে একজন যাত্রী নিখোঁজ রয়েছে। তবে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি।

তিনি বলেন, নৌ পুলিশের ঘটনাস্থলে রয়েছে, যদি নিখোঁজের নাম পরিচয় নিশ্চিত হতে পারি তাহলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর