chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘন্টায় রেকর্ড ৯৬ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ: দেশে আগের চেয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। একের পর এক রেকর্ড ভাঙছে ভাইরাসটি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৬ জনের প্রাণ কেড়েছে প্রাণঘাতী ভাইরাসটি । যা এ যাবতকালে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।

এ ছাড়া ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ১৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

আজ বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৯৫৫টি, নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫টি।

নমুনার মধ্যে ৫ হাজার ১৮৫টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরিমাণও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৫ লাখ ৯১ হাজার ৬১৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ০৯ শতাংশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর