chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চাঁদ দেখা গেছে, রমজান শুরু কাল থেকে

ডেস্ক নিউজ: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল (১৪ এপ্রিল) থেকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

আজ (১৩ এপ্রিল) কিছুক্ষণের মধ্যে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার হবে প্রথম রোজা।

এদিকে মঙ্গলবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজানে তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর