chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরের যমুনা শীপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়।

আজ রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীপ ইয়ার্ডটিতে পুরাতন জাহাজ কাটিংয়ের সময় গ্যাস লাইনের পাইপে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

এ ঘটনায় দগ্ধ তিনজন হলেন উপজেলার শীতলপুর তেতুলতলা এলাকার দুদু মিয়ার ছেলে মো. জিহাদ (১৮)। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী দক্ষিণ মধুর উল্লাহর বাসিন্দা আবুল হোসেনের ছেলে আব্দুস সামাদ (৪০) ও নওগাঁ হাসাইগাড়ি থানা সদরের জয়নুল হোসেনের ছেলে মোহাম্মদ পাইলট (২২)।

গুরুতর আহতাবস্থায় তিনজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে নেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার বলেন, আজ রবিবার দুপুরের দিকে শিপ ইয়ার্ডে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হয়।

এদের মধ্যে জিহাদ এবং আব্দুস সামাদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর