chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু: চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) কর্মকর্তা মিনহাজুল ইসলাম (৩৮) নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। বন্দর থানায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন মিনহাজুল ইসলাম।

আজ (৮ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।

গ্রেফতার মো. শহিদুল (২৭) সিরাজগঞ্জ সদর থানার রানী গ্রাম এলাকার রমজান আলীর ছেলে। তিনি ওসমান লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যানের চালক ছিলেন।

এর আগে বুধবার (৭ এপ্রিল) মো. শহিদুলকে (২৭) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার করে। বৃহস্পতিবার কোতোয়ালী থানার জিডি (নম্বর ৫৮১) মূলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার মিনহাজুল ইসলাম নিহতের ঘটনায় বন্দর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল নোমান শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করেন।

রোববার (৪ এপ্রিল) কাভার্ডভ্যানের ধাক্কায় ডিজিএফআই কর্মকর্তা মিনহাজুল ইসলাম গুরুতর আহত হন। বিকেল ৩টার দিকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর