chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সূচকের বড় পতন

ডেস্ক নিউজ : শেয়ারবাজারকে যেন অভূতপূর্ব এক দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে করোনাভাইরাস।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সূচকের বড় পতনের মধ্য দিয়ে চলছে পুঁজিবাজারে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের বড় পতনের মধ্য দিয়ে।

করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় সরকার থেকে সাতদিনের লকডাউন ঘোষণার পর সপ্তাহের ৪র্থ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক কমে ৫৮ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করে।

১২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ৩০ মিনিট সময়ের মধ্যে লেনদেন হয়। এর মধ্যে ২২৭টি কোম্পানির দাম পড়ে গেছে। ২০টি কোম্পানির লেনদেন অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে ৩৪টির।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো প্রভাতী ইন্স্যুরেন্স, রবি, অগ্রণী ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, লংকাবাংলা, নর্দান ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৬৮টি কোম্পানির দর। আর ২টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

আরপি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর