chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদায় মাটি কাটার সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হালদা নদী থেকে এক হাজার মিটার নিষিদ্ধ জাল ও মাটি কাটার বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, হালদা নদীর ধলই ও সমিতির হাট অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। একই সময়ে ইউএনওকে দেখে কতিপয় অসাধু ব্যক্তি মাটি কাটার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

পরে সরঞ্জামগুলোও জব্দ করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় এক হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছিল।

ইউএনও রুহুল আমিন বলেন, হালদা নদীর মা মাছ জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল ও মাটি কাটার বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর