chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় ৪০০ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। গত একদিনে চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করে আরো ৪১৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এসময় করোনায় কারো মৃত্যু হয়নি। নতুন শনাক্তদের মধ্যে ৩৭৩ জন নগরীর ও ৪১ জন উপজেলার বাসিন্দা রয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়াল। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭১৫।

জানা গেছে, বিআইটিআইডি ল্যাবে ১০০১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের, চট্টগ্রামে মেডিকেল কলেজ ল্যাবে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভাসু ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পাওয়া গেছে।

এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের ও শেভরণে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের ও জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে কারো নমুনা পরীক্ষা করা হয়নি।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর