chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় দেশে মৃত্যুর পাশাপাশি রেকর্ড শনাক্তেও

ডেস্ক নিউজ : দেশের ইতিহাসে এবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

পাশাপাশি রেকর্ড গড়েছে দেশের ইতিহাসে সর্ব্বোচ্চ করোনা শনাক্তেরও। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭ হাজার ২শ ১৩ জন।

মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে। আর মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে।

এর আগে জুনের ৩০ তারিখে ৬৪ জন মারা যান, যা একদিনে মৃতের সংখ্যায় এতদিন সর্বোচ্চ ছিল। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৫০ জনের ওপরে মারা যাচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

এর আগে সোমবার (৫ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫২ জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর