chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লকডাউন : বাঁশখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩৯ জনকে জরিমানা ও ২৩ টি মামলা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি না মানায় ২৩ টি মামলা ও ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে বাঁশখালী উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনা সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (২) ধারা মোতাবেক ২৩ টি মামলা ও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ৩৯ জন ব্যক্তিকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা

সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদর এলাকায় অভিযান চালায়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাইদুজ্জামান চৌধুরী।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর