chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গভীর সমুদ্র বন্দরে কোস্টার হাউজের শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : গভীর সমুদ্র বন্দরে একটি জাহাজে আবদুল্লাহ (২৫) নামে কোস্টার হাউজে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করেন তার সহকর্মীরা।

উদ্ধারের পর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল্লাহ বান্দরবান জেলার রুমা উপজেলার পেন্দু চান্দা পাড়ার মুনকিছনের ছেলে।

মৃত আব্দুল্লাহ স্ট্যাটম্যান্ট অফ ফেক নামের জাহাজের কোস্টার হাউজে কর্মরত ছিলেন আবদুল্লাহ। তিনি জাহাজের ম্যানহোলের ভেতরে তামা খুঁজতে গত শনিবার রাতে প্রবেশ করেন। এরপর রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।

অনেক খোঁজাখুঁজি শেষে রবিবার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করা হয়।

এ অবস্থায় গভীর সমুদ্র থেকে রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা আনা হয় আবদুল্লাহকে। পতেঙ্গা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর