chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাড়ে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে গহিরা চৌমুহনীতে দেড় ঘন্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে রাউজান পাবলিক মেডিকেল হলের বিকাশ শীলকে ৫ হাজার টাকা, নীলাচল ক্লথ স্টোরের সাকিবকে দুই হাজার টাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় গুলজারকে এক হাজার, এস এম ইসলামকে একহাজার টাকা ও অভি বড়ুয়াকে ৫শ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর