chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, হোটেল রেস্ট হাউজে থাকা যাবেনা

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ফের চট্টগ্রামের সব পর্যটন কেন্দ্র এবং পর্যটন সংশ্লিষ্ট হোটেল, মোটেল ও রেস্ট হাউস বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামে টুরিস্ট পুলিশের সুপার আপেল মাহমুদ জানিয়েছেন, পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেকসহ চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।

তিনি বলেন, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আগামী দুই সপ্তাহ পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট সব হোটেল, মোটেল ও রেস্ট হাউসগুলোও বন্ধ থাকবে।

গত বছর মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৮ মার্চ থেকে সব বিনোদন কেন্দ্র বন্ধ ছিল। পাঁচ মাস পর ২২ অগাস্ট থেকে আবার কেন্দ্রগুলো খুলতে শুরু করে।

এবার দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম নিষিদ্ধ হল।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর