chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে সংবাদ প্রকাশের জের ধরে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (২৮ মার্চ) দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন শাহীনা আকতার নামের এক মহিলা।

তিনি এ মামলায় আরো দুইজনকে আসামি করেছেন।

জানা গেছে, উপজেলা সদরের একটি মার্কেটের মালিক মো.সেলিম উদ্দিন মার্কেটের দোকান নির্মাণ করতে গেলে ওই মার্কেটের দোকানদার প্রবাসী আবুল কালামের লোকজনের সাথে ঝগড়া বিবাদ হয়। এ নিয়ে থানায় সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।

গত ২৪ মার্চ রাতে পুলিশের উপস্থিতিতে ওই নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেটের মালিক মো. সেলিম চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় গত শনিবার (২৭ মার্চ) “এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এতে ক্ষিপ্ত হয়ে দোকানের মালিকের স্ত্রী শাহীনা আকতার বাদী হয়ে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।

মার্কেট মালিক মো. সেলিম বলেন, বুধবার রাতের আঁধারে থানার এসআই জাহাঙ্গীর আল আমানের উপস্থিতিতে সন্ত্রাসীরা মার্কেটের নির্মাণাধীন দোকান ঘর ভাঙচুর করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ সুপার মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর