chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইআইইউসির উপাচার্য হলেন আনোয়ারুল আজিম আরিফ

নিজস্ব প্রতিবেদক :  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য (ভিসি) হিসেবে কার্যভার গ্রহণ করেছেন প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ ।

গত রবিবার (২৮ মার্চ) কার্যভার গ্রহণ করলেও সোমবার (২৯ মার্চ) নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সীতাকুণ্ডের কুমিরার আইআইইউসি’র ভিসি কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সারোয়ার আলম, সেন্টার ফর রিচার্স অ্যান্ড পাবলিকেশনের পরিচালক ড. আখতারুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল আজিম এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এসএএস/

এই বিভাগের আরও খবর