chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক লাইভ প্রচার করায় নগরীতে যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ: ফেসবুক লাইভে ধর্মীয় উস্কানিমূলক তথ্য প্রচার করায় এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেফতার হওয়া যুবকের নাম রায়হান (২২)। তিনি চান্দগাঁও এলাকার বি ব্লক ১০ নং রোডে বসবার করেন। তার পিতার নাম আব্দুল গফুর এবং মাতার নাম রোজিনা আক্তার।

রবিবার (২৮ মার্চ) দুপুর ২ঃ৩০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে তিনি বলেন, ‘আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন কিছু একটা হতে চলেছে।’ এ সময় তাকে সন্দেহজনক মনে হওয়ায় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করেও গত দু’দিন ফেসবুকে তার নামে মানহানিকর পোস্টও করে এই যুবক। একইসাথে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা জিহাদের ডাক দিয়েছেন বলে উস্কানিমূলক লেখালেখিও করেন।

এ সময় তার কাছে থাকা রিয়েলমি হ্যান্ডসেটটিও জব্দ করে পুলিশ।

পরে এসআই মোঃ সাদ্দাম হোসেন বাদি হয়ে গ্রেফতার হওয়া যুবক রায়হানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন

ইনি/চখ

এই বিভাগের আরও খবর