chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় ইরানে ফের মুক্তি পেল ৮৫ হাজার বন্দি

মহামারী করোনার সংক্রমণ প্রতিরোধ করতে আরও ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইরান সরকার।  তবে এই মুক্তি ‘সাময়িক’ বলে জানা গেছে।  জেলগুলিতেও সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় আরও ৮৫ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিচার বিভাগ।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন, যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের অর্ধেকই নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্দি ছিলেন।

তবে ‘বন্দিদশা’ থেকে মুক্তি পেলেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারছেন না ওই বন্দিরা। আপাতত মারণ ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে ‘জেলবন্দির’ পরিবর্তে ‘ঘরবন্দি’ হয়ে থাকতে হবে তাদের।

ইরানে করোনার প্রকোপ বাড়ার পরে এই নিয়ে ১ লক্ষ ৩৯ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হলো।

ইরানের গত মাসের শেষের দিকে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়। আর এরপরেই বিভিন্ন জেলে ৫ বছরের কম সাজাপ্রাপ্ত বন্দিদের সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান সরকার। গত ৩ মার্চ প্রথম দফায় ৫৪ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সময় যত এগোচ্ছে ততই লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।

 

এই বিভাগের আরও খবর