chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দ্বিতীয় বারেও করোনাকে চাইনিজ ভাইরাস বললেন ট্রাম্প

নোভেল করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ হিসেবে চিহ্নিত করার পক্ষে যুক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইটহাউসে সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন ট্রাম্প ।

একই সঙ্গে বেজিংয়ের অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, চীন মিথ্যা প্রচার করেছিল যে আমাদের সেনাবাহিনী তাদের দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। তর্ক না করে দেখিয়ে দিয়েছি, কোথা থেকে সংক্রমণ শুরু হয়েছিল। ওটা তো চীন থেকেই এসেছে। তাই আমার মনে হয়, কথাটা যথাযথ।

ট্রাম্প জোর দিয়ে বলেন, করোনাকে ‘চীনা ভাইরাস’ বলায় চীনকে আদৌ কটাক্ষ করা হয়নি।

তাঁর যুক্তি, আমার তা মনে হয় না। আমার মনে হয় আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলাটাই বরং কটাক্ষ করা।

কোভিড-১৯ সংক্রমণের জেরে চীন ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েও সঠিক কাজ করেছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

তবে করোনাভাইরাসের কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নষ্ট হবে বলে মনে করেন না ট্রাম্প।

তাঁর মতে, মার্কিন পণ্যের প্রয়োজন রয়েছে বলেই তা রফতানিতে বাধা দেবে না বেজিং।

তবে চীন থেকে এই মুহূর্তে চিকিত্সা সরঞ্জাম-সহ বেশ কিছু পণ্য আমেরিকায় এলেও খুব তাড়াতাড়ি তার বিকল্প খুঁজে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর