chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম-ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রায় ১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রবিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

সোমবার (২৯ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত।

তিনি বলেন, রবিবার রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রবিবার সকাল ৯টার দিকে হরতালে উত্তপ্ত পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, রবিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে মালবাহী একটি ট্রেন ছেড়ে যায়। এরপর সকাল ৯টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর থেকেই বন্ধ ছিল রুট দুটি।

জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার পাশাপাশি লাইনের ওপর কংক্রিটের স্ল্যাবও ফেলে রাখে হরতালকারীরা। আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে ১৮ নম্বর রেলসেতুতেও আগুন দেওয়া হয়।
এসএএস/

এই বিভাগের আরও খবর