chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে, যা তিন মাসরে চেয়ে সর্বোচ্চ। নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৬৭৪ জন। গত বছরের ১৫ ডিসেম্বর ৪০ জনের মৃত্যু হয়।

শনিবার (২৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৭১ জন। যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯২২ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। প্রথম শনাক্তের এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৯৩৮ জন। এরমধ্যে মারা গেছেন ২৭ লাখ ৮১ হাজার ৯৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ২২ লাখ ৫৯ হাজার ২৯৫ জন।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর