chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় মৃত্যুতে বছরের রেকর্ড : চট্টগ্রামের ৩ জনসহ একদিনে মৃত্যু ৩৪

ডেস্ক নিউজ : বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এ সাড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে যুক্ত হয়েছে আরো ৩৪ জনের নাম।

যা এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২০ ডিসেম্বর করোনায় মারা যান ৩৮ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ ৮ হাজার ৭শ ৯৭ জনের মৃত্যু হলো। গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবরটি দেশের এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৫ পুরুষ ও ৯ জন নারী আছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে দশোর্ধ্ব এক, বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব দুই, চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব ১১ ও ষাটোর্ধ্ব ১৮ জন।

বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম তিনজন, খুলনায় একজন, বরিশালে একজন, রংপুরে একজন, ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

শনাক্তের সংখ্যাও নেহাত কম নয়, প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে এ মহামারীতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫শ ৮৭ জন।

যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৮৪ হাজার ৩শ ৯৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট তথ্যটি জানানো হয়েছে।

এতে বলা হয় একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৯শ ৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর দাড়াল ৫ লাখ ২৯ হাজার ৮শ ৯৪ জনে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর