chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে স্বর্ণের চেইন ছিনতাইকারীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: কোতোয়ালীতে স্বর্ণের চেইন ছিনতাইকারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত স্বর্ণের চেইনও উদ্ধারও করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) আন্দরকিল্লা ও হাজারী গলি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলাউদ্দিন (২২) ও সুবল মহাজন (৩৫)।

আলাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সামশুল হকের ছেলে। সুবল মহাজন রাউজান নোয়াপাড়ার হারাধন মহাজনের ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ মার্চ ভুক্তভোগী ইন্দিরা ধর (৩৭) হাজারী গলিতে কিছু কেনাকাটা করে রিক্সায় করে বাসায় যাচ্ছিলেন। এসময় আন্দরকিল্লা মোড়ে সিটি ব্যাংকের সামনে পৌঁছালে মোঃ আলাউদ্দিন রিক্সার পেছনে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেয়। পরে আন্দরকিল্লা মসজিদ রোডের দিকে দ্রুত পালিয়ে যায় আলাউদ্দিন।

ইন্দিরা ধর পিছু পিছু ধাওয়া করলেও আসামি দৌড়ে লোকের ভিড়ে মিশে যায়। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আন্দরকিল্লা মোড় থেকে মোঃ আলাউদ্দিনকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারী গলির নিউ মুক্তা জুয়েলার্স নামক দোকান থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনের ক্রেতা সুবল মহাজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ৫টি মামলা রয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর