chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা শিবিরে অগ্নিসংযোগের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, আশ্রিত রোহিঙ্গা শিবিরে অগ্নিসংযোগের সাথে জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময়য় মন্ত্রী বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আগুনে পুড়ে বসতি হারিয়েছে, তাদের ভাসানচরে নেওয়ার সরকারের কোনো পরিকল্পনা নেই। তবে রোহিঙ্গাদের কেউ যদি নিজের ইচ্ছায় ভাসানচর যেতে চায় তাহলে তাদের সেখানে প্রেরণ করা হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার।

তিনি আরো বলেন, এই আগুনে অনেক স্থানীয় পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে। যাতে তারাও দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার ভুমি মো: আমিনুল এহেসান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মুরশেদসহ স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন এনজিও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

এর আগে রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। এরপর ৮, ৯ ও ১০ নম্বরে ছড়িয়ে পড়ে আগুন।

এঘটনায় ১১নিহত, শতাধিক আহত ও ৯হাজারের মত ঘরবাড়ি, দোকানপাট, ক্লিনিক, এনজিও অফিস এবং এপিবিএন ব্রাক পুড়ে যায়।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর