chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিল্ডিং মিসের মহড়ায় সিরিজ হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আলেশা মার্ট ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং মিসের মহড়ায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

বাংলাদেশের দেয়া ২৭২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে শুরুর দিকে মুস্তাফিজ ও নবাগত মেহেদির আঘাতে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। নবাগত মেহেদির জোড়া শিকারে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

অধিনায়ক টম লাথামের সাথে ১১৩ রানের ম্যাচ বাঁচানো জুটিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে দলীয় স্কোরকার্ডে ব্যক্তিগত ৭২ রান যোগ করেন ডেভন কনওয়ে।

কনওয়ে ফেরত যাওয়ার পর তাসকিনের বলে জিমি নিশামের সহজ ক্যাচ মিস করেন মুশফিকুর রহিম। একই ওভারে আরেকটি ক্যাচের সুযোগ মিস করেন মিঠুন আলী।

পরের ওভারেই নবাগত মেহেদি হাসান নিজের বলে নিজেই মিস করেন টম লাথামের ক্যাচ।

বারবার জীবন পেয়ে মাঠে ভয়ংকর হয়েন উঠেন কিউই ব্যাটসম্যানরা। শেষদিকে জিমি নিশামকে ফেরানো গেলেও শতক হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক টম লাথাম। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও মেহেদি দুটি করে উইকেট লাভ করেন।

এদিকে দিনের শুরুতে, তামিমের ৭৮ ও মিঠুনের অপরাজিত ৭৩ রানের উপর ভর করে ২৭১ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

 

কিউইদের হয়ে মিচেল স্যাথনার দুটি এবং বোল্ট, হেনরি ও জ্যামিসেন একটি করে উইকেট লাভ করেন।

সিরিজের শেষ ওডিআই ২৬ তারিখ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

 

বাংলাদেশ – ২৭১/৬ (৫০ ওভার)

তামিম – ৭৮ (১০৮)

মিঠুন – ৭৩ (৫৭)*

মিচেল স্যাথনার – ৪ – ০ – ৫১ – ২

নিউজিল্যান্ড – ২৭৫/৫ (৪৮.২ ওভার)

টম লাথাম – ১১০ (১০৮)*

ডেভন কনওয়ে – ৭২ (৯৩)

মেহেদি হাসান – ১০ – ৪২ – ২

ফলাফল :নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা : টম লাথাম

ইনি/চখ

এই বিভাগের আরও খবর