chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুট-আর্চারকে ছাড়াই ভারতের বিপক্ষে ওয়ানডে খেলবে ইংল্যান্ড

খেলা ডেস্ক: ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারার পর এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। আর সে লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যেখানে রাখা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের ৯ জন খেলোয়াড়কে। টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়ায় দলে নেই জো রুট এবং ক্রিস ওকস। ইনজুরির কারণে রাখা হয়নি জোফরা আর্চারকে।

ইয়ন মরগ্যানের নেতৃত্বে এ স্কোয়াডের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলের তিন খেলোয়াড় জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালানকে। আসন্ন সিরিজটিতে ওয়ানডে অভিষেক হতে পারে লিয়াম লিভিংস্টোনের। এ ছাড়া সুযোগ পেতে পারেন ২৪ বছর বয়সী লেগস্পিনার ম্যাট পারকিনসনও।

ইংল্যান্ডের স্কোয়াড
ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি এবং মার্ক উড।

রিজার্ভ খেলোয়াড়: জ্যাক বল, ক্রিস জর্ডান এবং ডেভিড মালান।

আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর