chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা ঠেকাতে সিএমপির উদ্যোগে এক লাখ মাস্ক বিতরণ!

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভাইরাসটির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এরই অংশ হিসেবে আজ (২১ মার্চ) ১০০টি স্পটে এক লাখ মাস্ক বিতরণ করছে ডবলমুরিং থানা পুলিশ।

জানা যায়, জনগণকে মাস্ক পরতে উৎসাহী করতে বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রবিবার সকালে বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসূচি উদ্বোধন করা হয়।

করোনা ঠেকাতে সিএমপির উদ্যোগে এক লাখ মাস্ক বিতরণ!
করোনা ঠেকাতে সিএমপির উদ্যোগে মাস্ক বিতরণ

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিম জোনের উপ কমিশনার আব্দুল ওয়ারিশ, ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

এরপর অফিসার এবং স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত টিমগুলো ১০০টি স্পটে গিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘মাস্ক করোনা প্রতিরোধে সবচেয়ে সহজ সমাধান। মানুষ এবং করোনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে এই মাস্ক। তাই মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে আমরা ১০০টি স্পটে এক লাখ মাস্ক বিলি করার উদ্যোগ গ্রহণ করেছি।’

উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ ১০টি স্পটে গিয়ে মাস্ক বিতরণ করেন। তিনি বলেন, ‘করোনা থেকে বাঁচতে মাস্কের বিকল্প নেই। মাস্ক পরতেই হবে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি। এ ব্যাপারে আমরা জনগণেরও সহযোগিতা চাই।’

মাস্ক পরিধানে সচেতনতামূলক এই কর্মসূচি মাসব্যাপী চলবে বলে জানায় পুলিশ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর