chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ৫ দিনে ৩ অগ্নিকাণ্ড, নিঃস্ব ১১ পরিবার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে বিগত ৫ দিনে ৩ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসব আগুনের ঘটনায় ১১ টি পরিবার সহায় সম্বল সব হারিয়ে এখন নিঃস্ব।

গত সোমবার ১৪ মার্চ থেকে শুক্রবার (১৮ মার্চ) এর মধ্যে উপজেলার মায়ানী, হাদি ফকিরহাট ও সর্বশেষ খইয়াছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া শানু মেস্ত্রী বাড়ীতে পৃথক অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এদিকে পরপর একাদিক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে উপজেলার সাধারণ মানুষের মাঝে।

মিরসরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) রাত ১০টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া শানু মেস্ত্রী বাড়ীতে।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে সব পুড়ে ছারখার হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস, মধ্যম আমবাড়িয়া যুবসংঘ ও এলাকার লোকজনের সহায়তায় প্রায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এর আগেই দুটি বসতি ভস্মীভূত হয়। ওই বাড়ীর জহুরুল হকের ছেলে মিলন হোসেন ও জাহাঙ্গীর হোসেনের পরিবারের সহায় সম্বল সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মিলন হোসেন বলেন, আগুনে আমাদের দুই ভাইয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আর্থিক হিসাব করা সম্বব হয়নি।

এছাড়া গত সোমবার উপজেলার মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ড মনু ভুঁইয়া পাড়া গ্রামের ছেরু হাফেজ বাড়িতে এবং পরদিন দুপুর ১টায় উপজেলার হাদিফকির হাট গাছ বাড়িয়া এলাকার গোল বক্স সওদাগর বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

১২ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকান্ডে আরো ৯টি বসতি পুড়ে যায়। পাচ দিনে মিরসরাইয়ে তিনটি অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে। তাছাড়া পরপর একাদিক অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকার সাধারণ মানুষের মনে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর