chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমরা অবশ্যই ভালো খেলিনি: তামিম

খেলা ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ১৩১ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানে টাইগাররা।

এমন পারফরম্যান্সের পর আর কীইবা বলার থাকতে পারে অধিনায়কের? তামিম ইকবাল কোনো অজুহাতও দিলেন না। বরং মেনে নিলেন, তারা ভালো খেলতে পারেননি।

তামিম বলেন, ‘সত্যি কথা বলতে এই ম্যাচ থেকে পজিটিভ কোনো কিছুই নাই নেয়ার। যদি আমার বলতেই হয়, তাহলে মেহেদি যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বল করেছে। এছাড়া আমি কোনো কিছু দেখি না যে এখান থেকে নেওয়ার আছে।’

কিউই বোলারদের পারফরম্যান্স আর কন্ডিশনের প্রতিকূলতার চেয়ে নিজেদের দোষই বেশি দেখছেন টাইগার অধিনায়ক।

তামিম বলেন, ‘হ্যাঁ, সকালে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল। সিম হচ্ছিল, সুইং হচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ডিসমিসালগুলো যদি দেখেন, এখানে ৩-৪টা ডিসমিসাল খুবই সফট ছিল। যেগুলো আমরা আশা করি না।’

বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি এতটাও কম নয় যে ১৩১ রানে অলআউট হয়ে যেতে হবে, তামিম মনে করেন তেমনটাই। তার ভাষায়, ‘যেটা আমি বললাম, আমরা আমাদের ব্যাটিং নিয়ে অনেক গর্ব করি। আর ১৩০ রান করলে…। ১৩০ রান করার মতো টিম তো আমরা নই। যতই ডিফিকাল্ট সিচুয়েশন থাকুক না কেনো। সো অবশ্যই আমরা ভালো খেলিনি, ভুল শট সিলেকশন ছিল দেখেই ১৩০ রান করেছি।’

তাহলে কত রান হলে লড়াই করা যেতো? তামিম মনে করেন, সামনের ম্যাচগুলোতে লড়তে হলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে। তিনি বলেন, ‘আশা করি সামনের ম্যাচগুলোয় যে ভুল আমরা করেছি, যে সফট ডিসমিসাল আমাদের ছিল, এগুলো যদি আমরা রিপিট না করি, এখানে যদি আমাদের ভালো কিছু করতে হয়, তাহলে কমপক্ষে ২৭০-২৮০ রান করতে হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর