chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন করলো চট্টগ্রাম জেলা প্রশাসন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন চট্টগ্রাম জেলা  প্রশাসন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ পাউন্ডের একটি বিশাল আকৃতির কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার এসএম রশিদুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মুজিববর্ষের বর্ণিল অনুষ্ঠানমালার সূচনা করা হয়। শিল্পকলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

দুপুরে সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং রাতে ফানুস ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এই বিভাগের আরও খবর