chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘তুমি যেতে পারবে না লিও’

খেলা ডেস্ক: বার্সেলোনা ও লিওনেল মেসি যেনো একে অপরের পরিপূরক। কিন্তু গত বছর থেকে ক্লাবের সাথে ঠিকমতো বনিবনা হচ্ছিল না মেসির।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও মেসির বার্সেলোনায় থাকার বিষয়টি এখনও অনিশ্চয়তার মুখে।

বার্সার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা লাপোর্তা আশাবাদী, তিনি মেসিকে বার্সেলোনায় রাখতে পারবেন। ক্লাবের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রথম বক্তৃতায় মেসিকে বার্সেলোনায় থেকে যেতে রীতিমতো অনুরোধ করেছেন তিনি।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসিও। তাকে সামনে রেখেই এসব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন লাপোর্তা।

তিনি বলেন, ‘আমার প্রথম দায়িত্বকালে আমাদের দলে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়রা ছিল। তবে তখন সাফল্য পেয়েছি কারণ আমরা সবাই স্থির ছিলাম। বার্সেলোনার ঐক্যটাই মূল। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, তারা যেন চিন্তা করে বার্সার জন্য কী করতে পারবে। সিদ্ধান্ত নেয়ার জন্য আমি এখানে আছি।’

লাপোর্তা আরও যোগ করেন, ‘যেমন লিওনেল মেসিকে ক্লাবে থেকে যাওয়ার ব্যাপারে রাজি করানো। মেসি এখন এখানে উপস্থিত আছে। এর সুবিধা নিয়ে আমি বলছি, তুমি জানো, তোমার জন্য আমার ভালোবাসা কতটা এবং আমরা তোমাকে রাখার জন্য কত কী করতে পারি। তুমি জানো, তুমি যেতে পারবে না লিও।’

এসময় ক্লাবের দলীয় সঙ্গীতের কথা মনে করিয়ে লাপোর্তা বলেন, ‘আমরা এককভাবে কোনোকিছুই করতে পারব না। আমাদের ক্লাবের অ্যান্থেমেই বলা আছে, আমরা সবাই মিলে শক্তিশালী। এমন কঠিন সময়ে এ কথাটি আরও বেশি সত্য। আমরা জানি, কীভাবে কী করতে হবে।’

করোনা মহামারি কেটে গেলে ক্লাবের অবস্থাও আগের মতো হয়ে যাবে এমনটাই আশা নতুন প্রেসিডেন্টের, ‘বর্তমান সময়টা কেটে গেলে আমাদের রেভিনিউ ফিরে আসবে। নেতৃত্বে শক্ত হাত থাকবে কারণ আমার সাথে সবাই সামর্থ্যবান। ক্লাবকে বাঁচিয়ে রাখতে এটিকেই নিজের জীবন বানিয়ে ফেলতে হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর