chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৭ মার্চ বাংলাদেশের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন : রেজাউল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া দুটি নাম “বাংলাদেশ আর বঙ্গবন্ধু” যা কোনদিন মুছে ফেলা যাবে না। বাঙালীদের স্বাধীনতা এনে দেওয়ার প্রয়াস অনেক বাঙালী নেতার মাঝেই দেখা গিয়েছিল।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, শেরে বাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এঁদের অবদান বাঙালির কাছে চিরস্মরণীয়। তবে বঙ্গবন্ধু পূর্বের সকলকে ছাড়িয়ে গেছেন। স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়ে তার খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বময়। ১৭ মার্চ বাংলাদেশের ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন।

এই দিনে খোকা নামের সেই শিশুটি পরে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালীর ত্রাতা ও মুক্তির দিশারি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ মুজিব শতবর্ষ পালন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত কেন্দ্রীয় পর্যায়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

সদরঘাটস্থ চসিক জেনারেল হাসপাতালে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো সেলিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, গিয়াস উদ্দীন, পুলক খাস্তগীর, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, নীলু নাগ, আনজুমানা আরা, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক সহ আরো অনেকে।

আলোচনা শেষে চসিক মেয়র চসিক জেনারেল হাসপাতালের ফ্রি চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, করোনা দ্বিতীয় ঢেউ আবার চোখ রাঙ্গণো শুরু করেছে। এই অতিমারি থেকে বাঁচতে আমাদের জন সমাগম এড়িয়ে সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি জনসচেতনতা বৃদ্ধির কাজও চালিয়ে যেতে আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল সকাল সাড়ে আটটায় চসিক প্রধান নগর ভবন বাটালিহিল টাইগারপাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দুপুর সাড়ে ১২ টায় প্রিয়া কমিউনিটি সেন্টারে এতিমদের মাঝে বন্ত্র ও খাবার বিতরণ, বিকাল ৪ টায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, অদিতি সঙ্গীত নিকেতনে আলোচনা সভা।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর