chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিকাশে টাকা আত্মসাৎকারী যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে টাকা উত্তোলনের অভিযোগে সোহেল রানা (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার (১৫  মার্চ) রাত ১১টার সময় চট্টগ্রাম নগরীর ইপিজেড আকমল আলী রোডের পকেট গেইট সংলগ্ন খালপাড়ার মা-বাবার দোয়া নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোহেল মাগুরা জেলার মোহাম্মদপুর বাবুখালী দাতিয়াদহ এলাকার মনোয়ারের ছেলে।

র‌্যাব জানায়, আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ একাউন্ট হ্যাক করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে।

সোহেল জানায়, নগরীর বিভিন্ন বিকাশ এজেন্টের দোকানে কৌশলে অবস্থান করে ক্যাশ ইন/ক্যাশ আউট করতে আসা বিভিন্ন গ্রাহকের মোবাইল নম্বারের তালিকাটি মোবাইলের মাধ্যমে ছবি তোলে নেন।

এরপর প্রতারক চক্রের অন্য সক্রিয় সদস্যের নিকট ইমুর মাধ্যমে তালিকাটি প্রেরণ করা হয়। পরবর্তীতে প্রতারক চক্রটি সু-কৌশলে বিভিন্ন বিকাশ গ্রাহকের নম্বারে কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয় দিয়ে বিকাশ গ্রাহককে ফোন দেন।

বিকাশ অ্যাকাউন্ট আপডেট করার নাম করে অথবা বিকাশ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে মর্মে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে গ্রাহকের বিকাশ পিন নম্বারটি কৌশলে সংগ্রহ করেন। পরে অ্যাকাউন্টটি হ্যাক করে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা উত্তোলন করে নেন বলে জানান আটক সোহেল।

মোবাইল ব্যাংকিং এর প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব ৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, সোহেল প্রতারণামূলক আত্মসাতের উদ্দেশ্যে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা উত্তোলন করে আসছে। আটক সোহেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর ইপজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর