chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুবর্ণ জয়ন্তীতে পটিয়া মেয়রের ১০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র আইয়ুব বাবুল।

আজ মঙ্গলবার (১৬ মার্চ)  দুপুরে পটিয়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দীন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন আজাদ, ১,২,৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ৪, ৫, ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, পৌর সচিব মোহাম্মদ নেজামুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ।

সংবাদ সম্মেলনে ঘোষিত ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কেটে জন্মদিন উদযাপন, মসজিদসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, এতিমদের মাঝে খাবার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মাস্ক বিতরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

১০ দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তিনি পৌরবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর