chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমি এই টিকা নেব না: রিজভী

ডেস্ক নিউজ: আবারও করোনা টিকার সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি যেহেতু এই টিকার বিরোধিতা করেছি, যৌক্তিকভাবেই করেছি। আমি এই টিকা নেব না।

‘আজকে প্রমাণিত হলো, এই টিকার কার্যকারিতা নেই। এই টিকা জীবনঘাতি, এই টিকার বিরুদ্ধে সারা দুনিয়া থেকে ধিক্কার দিচ্ছে।’

আজ মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বেগম সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সকল জাতীয় নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

রিজভী বলেন, ‘ইন্ডিয়া বাংলাদেশে যে টিকা দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল, এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে।’

‘ভারতের এই টিকা নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো ছিল অক্সফোর্ডের তৈরি, আর আমাদের যেটা দিয়েছে সেটা ভারতের। যেটা উৎপাদন করেছে ভারত।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। তাদের কথা হচ্ছে, কী ব্যাপার তুমি স্বাধীনতা ঘোষণা করলে কেন? এজন্য তাদের এত ক্ষোভ, তাদের এত জ্বালা। এজন্য কতো নতুন নতুন তত্ত্ব তারা দেয়। এবার দিয়েছে ২৫ ও ২৬ মার্চ নাকি যারা ব্যারিগেট দিয়েছে, তাদের গুলি করে হত্যা করেছে জিয়াউর রহমান!’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর