chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ-মৃত্যু বৃদ্ধি পেয়েছে: ডিসি

নিজস্ব প্রতিবেদক: মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণে সাম্প্রতিক সময়ে কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট টিম।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও এ অভিযান চালু থাকবে।

এ ব্যাপারে ডিসি বলেন, করোনার ভ্যাকসিনেশন প্রোগ্রামে প্রথম দিকে তেমন সাড়া না পড়লেও সকল সরকারী অফিসের সামনে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদানের রেজিস্ট্রেশন বুথ খোলা ও বয়স কমানোর কারণে এ কার্যক্রম বেগবান হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর মানুষের ভয় কেটে গেছে। তারা মনে করেছে আর কোভিড হবেনা। কিন্তু অবহেলা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে।

প্রাথমিক অবস্থায় কোনোপ্রকার জরিমানা ও শাস্তি দেওয়া না হলেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে। চলবে বিনামূল্যে মাস্ক বিতরণ।

ইনি/চখ/এমআই

এই বিভাগের আরও খবর