chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রধানমন্ত্রীকে হুমকি: দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।

তাছাড়া একই আদালত আগামী ২১ মে অভিযোগ গঠনের উপর সাক্ষ্য প্রমাণের দিন ধার্য করেছেন।

সোমবার (১৫ মার্চ) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার রুমির আদালত এ অভিযোগ গঠন করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আ্যাডভোকেট নিখিল কুমার নাথ।

২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে নালিশি মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান রাজকাহনে শামসুজ্জামান দুদু বলেন ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। তাতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার আগেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু গং ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছেন।’

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর