chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৭ মার্চ বছরের প্রথম দিন!

মুজিব বর্ষ উপলক্ষে নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে শ্রম মন্ত্রণালয়। ১৭ মার্চকে বছরের প্রথম দিন রেখে করা এই অভিনব ক্যালেন্ডারটি আজ সোমবার দুপুরে শ্রম সচিব কে এম আলী আজম উদ্বোধন করেন।

ক্যালেন্ডারটিতে ২০২০ এর ১৭ মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত এই একবছরের প্রতিটি মাসের আলাদা আলাদা নাম রাখা হয়েছে। শ্রম সচিব জানান, ১০০ বছরের জন্য ক্যালেন্ডারটি করা হয়েছে। তবে লিপইয়ারের কারণে সমস্যা হতে পারে। পরবর্তীতে ক্যালেন্ডারটি পরিমার্জন করা হবে।

ক্যালেন্ডারে মার্চ থেকে এপ্রিল আর প্রথম মাসের নাম রাখা হয়েছে ‘স্বাধীনতা’। এপ্রিল-মে দ্বিতীয় মাসের নাম ‘শপথ’, মে-জুন তৃতীয় মাসের নাম ‘বেতারযুদ্ধ’। জুন থেকে জুলাই চতুর্থ মাসের নাম ‘যুদ্ধ’, জুলাই থেকে আগস্ট মাসের ‘শোক’, আগস্ট-সেপ্টেম্বর মাসের নাম কৌশলযুদ্ধ, সেপ্টেম্বর-অক্টোবর মাসের নাম ‘আকাশযুদ্ধ’, অক্টোবর-নভেম্বর মাসের নাম জেলহত্যা, নভেম্বর-ডিসেম্বর মাসের নাম বিজয়, ডিসেম্বর-জানুয়ারি মাসের নাম ফিরেআসা, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের নাম নবযাত্রা, ফেব্রুয়ারি-মার্চ মাসের নাম ভাষা।