chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘মুজিব ১০০’ অ্যাপ চালু

ডেস্ক নিউজ: ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’  উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১০মার্চ) সকালে এই ‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সরকারের ঘোষিত মুজিববর্ষ উপলক্ষ্যে অনেক আগে থেকেই চালু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ওয়েবসাইট ‘মুজিব১০০ ডটগভ ডটবিডি’। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও তার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রাখা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও তার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ মিলবে।

mujib100.gov.bd ওয়েবসাইটটির মতো Mujib100 অ্যাপও তৈরি করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।বঙ্গবন্ধুর জীবনের ঘটনাপ্রবাহ, বক্তৃতা, স্মরণে মুজিব, ফটো আর্কাইভ ও গ্রাফিক নভেল ‘মুজিব’, বঙ্গবন্ধুর লেখা, প্রামাণ্যচিত্র, চিঠিপত্র, লোগো ও নির্দেশনাসহ আরও নানা বিষয় থাকবে এই অ্যাপে।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর