chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬ জেলায় বছরের প্রথম কালবৈশাখীর আঘাত

ডেস্ক নিউজ: দেশের ৬ জেলায় আঘাত হেনেছে বছরের প্রথম কালবৈশাখীর ঝড়। থেমে থেমে বৃষ্টি, সঙ্গে রয়েছে বাতাসের দাপটও। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইয়েছিল।

শনিবার (১৩ মার্চ) বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলা ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।

ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে এবং ৫টার দিকে প্রবল বৃষ্টি হয়।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমে বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে সাভারে। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে এটি ঢাকায় পৌঁছাবে। এ সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শিলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর