chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পদত্যাগ করেন, নির্বাচন দেন: ফখরুল

ডেস্ক নিউজ: ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন। সেই কথা চিন্তা করে আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান, তাহলে অবিলম্বে আপনারা যা করেছেন তার জন্য মাফ চেয়ে দেশের মানুষের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন।

‘পদত্যাগ করেন, নির্বাচন দেন। নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনে নতুন সরকার আসুক, নতুন পার্লামেন্ট আসুক।’

আজ শুক্রবার (১২ মার্চ) জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলনের আয়োজন করা হয়।

২২ বছর পর কৃষক দলের সম্মেলন হচ্ছে। সবশেষ বিএনপির এই অঙ্গসংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে।

ফখরুল বলেন, ‘আমরা একটা কঠিন সময় পার করছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি ভীষণ অসুস্থ।’

‘এই দুই-তিনদিন আগে তাকে আরও ছয়মাস সাজা স্থগিত করছে বলছে। কোথায় সাজা স্থগিত করছে? আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা তাকে (খালেদা জিয়া) গৃহবন্দি করে রেখেছেন। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন, সেটাও আপনারা দেননি। আপনারা তাকে বাংলাদেশে রেখেই চিকিৎসা করতে বলছেন। যেখানে তার চিকিৎসা দিনে দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’

কৃষকদের দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কৃষকদের সংগঠিত করতে হবে। তাদের অধিকার আদায় করতে কৃষক দলকে সক্রিয় হতে হবে। খালেদা জিয়া ৫ হাজার টাকার কৃষক ঋণ সুদসহ মওকুফ করে দিয়েছিলেন।’

‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই কৃষকদের ঋণ সহজ করে দিয়েছে।’

ফখরুল বলেন, এই সরকার এখন পর্যন্ত কৃষকদের জন্য এমন কিছু করেনি, যা দিয়ে তারা বলতে পারবে আমরা কৃষকদের জন্য এ কাজগুলো করেছি। করোনাকালে প্রণোদনা দিয়েছে বিভিন্ন সেক্টরে, কৃষি ক্ষেত্রেও দিয়েছে।

‘কিন্তু কৃষি ক্ষেত্রের টাকাগুলো তাদের নেতারা (আওয়ামী লীগ) পকেটে ভরে নিয়েছে। আড়াই হাজার টাকা করে অনুদান দেয়ার কথা ছিল সেটাও তারা পকেটে ভরে নিয়েছে। এই সরকার লুটেরা সরকারে পরিণত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার, চমৎকার আসনে বসেন। ফিরোজা রঙের আসনে বসে তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষদাগার করেন। তিনি বিএনপিকে রোজ ধমক দেন, শিক্ষা দেন। অথচ নিজের ঘর সামলাতে পারেন না।’

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার ভাই কাদের মির্জা সাহেব যেসব কথা আপনার সম্পর্কে বলেন, আপনার দলের নেতাদের সম্পর্কে বলে; সেটার পরে আপনাদের থাকার কথা না। পদত্যাগ করা উচিত। আপনার নিজের ঘরে নিজেরা মারামারি করে দুইজনকে হত্যা করেছেন। কোনো বিচার নেই। এটাই সমগ্র বাংলাদেশের চিত্র।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর