chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফি ছাড়াই নবায়ন হবে প্রবাসীদের পাসপোর্ট

ডেস্ক নিউজ : প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো ধরনের নবায়ন ফি লাগবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সৌদি আরবে তিনদিনের সফর শেষে বুধবার (১০ মার্চ) দেশে ফিরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি না নেয়ার জন্য প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব।

তিনি আরো বলেন, প্রবাসে অবস্থান করে পাসপোর্টের মেয়াদ এক বছর বৃদ্ধি করতে ২৫ ডলার ফি নেয়া হয়। এই ফি লাগবে না। সৌদি আরবে টিকা নিতে ‘তাওয়াক্কাল’ অ্যাপে আবেদন করতে হয়। আমাদের যেসব প্রবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর