chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘এখন আমরা মুক্ত, তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারছি’

খেলা ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টিনের কারণে এতোদিন খাবার টেবিল, রেস্টুরেন্ট- এমনকি খোলা আকাশের নীচেও পুরো দল একসঙ্গে অনুশীলন করার সুযোগ ছিল না।

সেই অবস্থা থেকে মুক্ত হয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে ১৪ দিন পর সবাই একসঙ্গে বাস যাত্রা, হৈ-হুল্লোড় করা, ঘোরাফেরা, ইচ্ছেমত রেস্টুরেন্টে খাওয়া- সবই হচ্ছে। তাই কুইন্সটাউনে এসে খুব খুশি টাইগাররা।

কুইন্সটাউনে এসে তাৎক্ষনিক অনুভুতি প্রকাশ করতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, ‘আমাদের জন্য এমন অভিজ্ঞতা এবারই প্রথম। সুরক্ষা বলয়ে আমরা আগেও ছিলাম; কিন্তু পুরো আইসোলেশনে আগে থাকিনি। তবে সত্যি বলতে, তারা (নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড) আমাদের দেখভাল খুব ভালোভাবে করেছে।’

‘নিউজিল্যান্ড ক্রিকেট যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে, আমাদের দল থেকে আমরা কেবল ধন্যবাদই জানাতে পারি। এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়। তবে তারা আমাদের যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করেছে।’

একটা দেশে গিয়েই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাতে করে সফর কঠিন হয়ে ওঠে কি না? এমন প্রশ্নের জবাবে তামিম স্বীকার করেন, ‘হ্যাঁ করে।’ তামিম বোঝানোর চেষ্টা করেন, করোনার কারণেই দ্বিগুনের বেশী সময় থাকতে হচ্ছে নিউজিল্যান্ডে।

তিনি বলেন, ‘অবশ্যই, অনেক বড় পার্থক্য গড়ে দেয় এটা। এবার আমাদের সময় প্রায় ৪৫ দিনের সফর। যেটা সাধারণ পরিস্থিতিতে হয়তো ২০ দিনেই শেষ করে আমরা বাড়ি ফিরতে পারতাম। এখন ১৪ দিন আইসোলেশনে (কোয়ারেন্টিন) থাকতে হলো। কিন্তু এখন সময়টাই এমন। সংশ্লিষ্ট দেশের নিয়মকে শ্রদ্ধা করতেই হবে আমাদের।’

‘সামনে তাকাতে হবে। ভালো ব্যাপার হলো, এখন আমরা মুক্ত। তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আইসোলেশনের সময় কেবল নির্দিষ্ট একটু সময় এই সুযোগ ছিল। এখন সব ভালো।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর